ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ০৫:০২ অপরাহ্ন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭১ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ২৭৪ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৭ হাজার ১৫৪ জনে।

শুক্রবার (২৫ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯৭৬ জনের নমুনা পরীক্ষায় ২৭৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৬০ ও উপজেলার ১১৪ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৭ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ছয়জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে সাতজন, ইপিক হেলথ কেয়ার ১৮ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published.

x