ঢাকা, রবিবার ০৪ জুন ২০২৩, ০৮:৪৩ অপরাহ্ন
চীনের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে আগুন, নিহত ১৮
অনলাইন ডেস্ক

চীনের হেনানপ্রদেশের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রদেশের ঝচেং কাউন্টির স্থানীয় সরকারের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে এবং তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি।

বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ওই বিবৃতিতে আরও বলা হয়, মার্শাল আর্ট সেন্টারটির ইনচার্জকে পুলিশ গ্রেফতার করেছে। তবে মার্শাল আর্ট সেন্টারের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

চীনে এ ধরনের ঘটনা অহরহ ঘটে। এর আগে ২০০০ সালে ক্রিসমাস ডেতে প্রদেশটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০৯ জনের মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published.

x