ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
কিশোরগঞ্জের ভৈরবে ট্রমা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে করোনা আক্রান্ত রোগীদের মাঝে চিকিৎসা সেবা দিতে ৩০টি সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে।

শহরের কমলপুর এলাকায় অবস্থিত আইসোলেশন বিশেষায়িত ভৈরব ট্রমা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনসহ বিভিন্ন সরঞ্জামাদি তুলে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। জাইকার অর্থায়নে উপজেলা পরিষদের তত্ত্বাবধানে এই হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন হয়। হাসপাতালটি উদ্ভোধনের পর থেকেই আইসোলেশন সেন্টার হিসেবে ট্রমা হাসপাতালকে ঘোষণা করা হয়। কিন্তু  তখন থেকেই কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে জনবলসহ সরঞ্জামাদি ও অক্সিজেনের অভাব ছিল হাসপাতালটিতে। ফলে করোনা আক্রান্ত রোগীদের পরিপূর্ণ চিকিৎসা সেবা দিতে পারছিলনা হাসপাতালের চিকিৎসকগণ।

আইসোলেশান কেন্দ্রে রোগীদের অক্সিজেন সমস্যা দুর করতে ৩০টি সেন্ট্রাল অক্সিজেন স্থাপনসহ এর সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। যার ফলে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে আর কোন সমস্যা হবেনা। এখন থেকে করোনায় আক্রান্ত রোগীদের মাঝে এখানেই চিকিৎসা দেয়া যাবে । আজ ৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের মাঝে করোনা পজিটিভ পাওয়া যায়। বর্তমানে ভৈরবে ১০ পার্সেন্টের নিচে করোনার অবস্থান রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: খোরশেদ আলম।

Leave a Reply

Your email address will not be published.

x