ঢাকা, বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন
ভেদরগঞ্জ ও গোসাইরহাটে জেলা পরিষদের যাত্রী ছাউনি উদ্বোধন
শরীয়তপুর প্রতিনিধি

ভেদরগঞ্জ ও গোসাইরহাটে জেলা পরিষদের যাত্রী ছাউনি উদ্বোধন করছেন পানি সম্পদ উপমন্ত্রী। শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলা চত্বর সংলগ্ন ত্রিরিঙ্গীর মোড়ে ও গোসাইরহাট বাজার সংলগ্ন জেলা পরিষদের অর্থায়নে নির্মিত আধুনিক যাত্রী ছাউনির উদ্বোধন হয়েছে। গত ২২ জুন মঙ্গলবার বিকালে নবনির্মিত যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন রেজা, গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুর বাশার চোকদার, শরীয়তপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সুকদেব বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুর হোসেন মিয়া সহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শরীয়তপুর জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১৮-২০১৯ অর্থ বছরের এডিপি সাধারণ খাতের ৩৯ লক্ষ ৩ হাজার ৮শত ২০ টাকা প্রাকল্লিত মূল্যে যাত্রী ছাউনিটি নির্মাণ করা হয়েছে। কাজটি সম্পন্ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাহানার এন্টারপ্রাইজ।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূর হোসেন জানান, শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জের ত্রিরিঙ্গীর মোড়ে ও গোসাইরহাটের বাদামতলা এলাকায় জেলা পরিষদ ৩৮ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ যাত্রী ছাউনি দুইটি নির্মাণের ফলে এ সড়কে যাতায়াতকারী যাত্রীদের কষ্ট লাঘব হবে। তারা বিশ্রাম গ্রহণের পাশাপাশি টয়লেট ও পানিয় জলের সুবিধা পাবেন। সেই সাথে পরিবহন সংশ্লিষ্টরাও এখানে বিশ্রাম গ্রহণের আধুনিক সুবিধা গ্রহণ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published.

x