ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
মুরাদনগর উপজেলায় আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
এম শামীম আহম্মেদ(কুমিল্লা)

আজ ২৩ জুন (বুধবার) উপমহাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনা মহামারির কারণে দিবসটি পালনের জন্য কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুসারে কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।

বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব,সংগ্রাম ও সাফল্যের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন  করেছেন। উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয় জাতীয় দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ শেষে,বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে ফুলের ডালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

উপজেলার আওয়ামী লীগের কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন কুমিল্লা ৩ মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ,

মুরাদনগর উপজেলার যুবলীগের  যুগ্ন আহবায়ক রুহুল আমিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মু, রুহুল আমিন।

আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির, আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম শাহেদ, বাঙ্গরা বাজার থানার কৃষক লীগের সভাপতি আবু মুছা আল কবির সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিক তুহিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানার যুবলীগের সভাপতি মোহাম্মদ নাঈম খান, সহ উপজেলার আওয়ামীলীগে, সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাত করেন উপজেলার ধামঘর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহাম্মেদ  শিকদার।

বাংলাদেশ ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকায় অতিথি রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।

 

x