ঢাকা, রবিবার ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
মাদারীপুরে চলছে টানা ৯ দিনের লকডাউন, স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই
রকিবুজ্জামান, মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে আজ ২২শে জুন সকাল ৬ টা থেকে লকডাউন চলছে। এই লকডাউন চলবে আগামী ৩০ শে জুন মধ্যরাত পর্যন্ত। জেলায় করোনা ভাইরাস (কোভিড -১৯)এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতকাল মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয়  অধিশাখা হতে দেয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাদারীপুর সহ ৭ জেলায় লকডাউনের এ আদেশ দেয়া হয়। উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চিকিৎসা সেবা, গনমাধ্যম, আইন শৃঙ্খলা বাহিনী, জরুরী পন্য সরবরাহ এবং অন্যান্য জরুরী সেবা ছাড়া সাধারণ জনগণের চলাচলের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যদিও লকডাউনের প্রথম দিন চলছে খুবই ঢিলেঢালা ভাবে।সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাসের আতংক নেই বললেই চলে।বিভিন্ন বাজার, বাস স্টপেজ ঘুরে স্বাস্থ্যবিধি ছাড়া  মানুষের অবাদ চলাচল দেখা যায়। কোথাও আবার প্রশাসনের লোকদের উপস্থিতি দেখে সটকে পরছে লোকজন ।তবে প্রশাসনের লোকজন চলে যাওয়ার সাথে সাথেই আবার আগের মতো লোকজন স্বাস্থ্যবিধি ছাড়াই চলছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, আজ লকডাউনের প্রথম দিন, তাই জনগণের মধ্যে লকডাউন মানার প্রবনতা কম দেখা যাচ্ছে। আমাদের ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে, আগামীকাল হতে লকডাউন কঠোরভাবে পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনগনকে লকডাউন পালনে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান জেলা প্রশাসক ।

এদিকে গতকালের চেয়ে জেলায় আজ করোনা রোগী সনাক্তের হার আরও বেশি দেখা যায়।জেলা স্বাস্থ্য বিভাগ হতে জানানো হয়,গত ২৪ ঘন্টায় মাদারীপুর জেলায় ৮১ টি নমুনা পরীক্ষায়  ৩৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।  রোগী সনাক্তের এ হার শতকরা ৪০.৭৪%। যা গতকালের তুলনায় ৩.২৪ শতাংশ বেশি। সর্বমোট ২০৩২৮ টি নমুনা পরীক্ষায় মাদারীপুর জেলায় করোনা রোগী সনাক্ত হয়েছে ২৫৬৭ জন । এরমধ্যে  মাদারীপুর সদরে-১২২৯ জন, কালকিনিতে- ৩৭০ জন, রাজৈরে ৬০২ জন এবং শিবচর উপজেলায় ৩৬৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

মোট সুস্থ হয়েছেন ২২৭৯ জন, মোট মৃত্যুবরন করেছেন ৩১ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ২৫৭ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ২ জন আর বাকি ২৫৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।

x