মেহেরপুরের গাংনীতে খেলার সময় ভাইবোন ঝগড়া করে অভিমানে বোন মরিয়ম খাতুন (০৯) আত্মহতা করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মরিয়ম খাতুন পশ্চিম মালসাদহ গ্রামের রুস্তম আলীর মেয়ে।
মরিয়মের পরিবার সূত্রে জানা যায়, শিশু মরিয়ম ও তার ভাই সিফাত (১২) খেলা করছিল।খেলা করার সময় দুই ভাইবোনের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায় শিশু মরিয়ম সবার অজান্তে ঘরের মধ্যে ঢুকে খাটের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান, ঘটনাটা দুঃখজনক। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।