ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
মেহেরপুরে মানুষের তরে, মানবতার তরে, নুরুল হক ফাউন্ডেশন
জাহিদ মাহমুদ, মেহেরপুর

মেহেরপুরে মানুষের তরে, মানবতার তরে, নুরুল হক ফাউন্ডেশন

মানুষের তরে, মানবতার তরে এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৮ সাল থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে মেহেরপুরের  নুরুল হক ফাউন্ডেশন।

বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকেই নুরুল হক ফাউন্ডেশন সাধ্যমত জনগণের পাশে থেকে সাহায্য সহযোগীতা করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জুলাই) ফাউন্ডেশনের পক্ষ থেকে গাংনী উপজেলা বাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সহায়তা করার লক্ষ্যে গাংনী উপজেলার সাহারবাটী,কাথুলি ও বামুন্দী ইউনিয়নে  সচেতনতামূলক মাইকিং করা হয়। সেই সাথে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ফাউন্ডেশনের কর্মীরা।

এছাড়াও সকলকে জরুরী চিকিৎসা সেবা, ঔষধ ও অক্সিজেনের জন্য  হটলাইন হিসেবে জয় আহমেদ ও ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক ডা: এ এইচ এম নাজমুল হক সাগর এর  সাথে যোগাযোগ করতে অবহিত করা হয়।

দিনব্যাপী এ কর্মসুচি পালন করে নুরুল হক ফাউন্ডেশনের কর্মীরা।

3 responses to “মেহেরপুরে মানুষের তরে, মানবতার তরে, নুরুল হক ফাউন্ডেশন”

  1. Good article. I will be facing a few of these issues
    as well..

  2. Heya are using WordPress for your site platform? I’m new to the
    blog world but I’m trying to get started and create
    my own. Do you require any coding knowledge to make your own blog?
    Any help would be really appreciated!

  3. Woah! I’m really enjoying the template/theme of this website.
    It’s simple, yet effective. A lot of times it’s very
    hard to get that “perfect balance” between superb usability and appearance.
    I must say that you’ve done a excellent job with this.
    Also, the blog loads extremely fast for me on Firefox.
    Superb Blog!

Leave a Reply

Your email address will not be published.

x