নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল মিয়া (২২) ও আজিম মিয়া (৬৫) নামে দুই মাদক কারবারিকে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র্যাব-১। সোমবার সন্ধ্যা ৬ টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে সাড়ে রাত ৮ টার দিকে র্যাব-১ সিপিসি-৩ কার্যালয় থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ফয়সাল মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজীরটেক এলাকার আলী হোসেনের ছেলে ও পাশর্^বর্তী বাগলা এলাকার মোকসেদ হোসেনের ছেলে।
র্যাব-১ জানায়, সোমবার সন্ধ্যায় র্যাব-১ সিপিসি-৩ এর একটি দল আজিম মিয়ার বাগলা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় ৮ কেজি গাঁজাসহ দাউদপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফয়সাল মিয়া ও আজিম মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।