ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
শরীয়তপুরে পরিবার পরিকল্পনা বিভাগের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে
 শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে পরিবার পরিকল্পনা বিভাগের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

“ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট” এ প্রতপাদ্য নিয়ে ২১ জুন সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধকল্পে ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপূরণীয় চাহিদা পূরণের লক্ষ্যে “প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা (পিপিইপি) পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এসএম আব্দুল্লাহ আল মুরাদ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, আমাদের বাংলাদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণে বেশ সাফল্য অর্জন করেছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ কাঙ্খিত পর্যায়ে রাখতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, কর্মচারীদের আরো বেশি বেশি আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published.

x