ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
অনলাইন ডেস্ক
আদালতের নির্দেশে ৪ মাস পর পাইকগাছায় কবর থেকে এক গৃহবধুর লাশ উত্তোলন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

আজ শনিবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ চতলারমাঠ এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ জোৎস্না বেগম (৩৮) ওই এলাকার মো. ইলিয়াসের (৫০) স্ত্রী। পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় নিহত জোৎস্না বেগমের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।

One response to “নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক”

  1. … [Trackback]

    […] Here you can find 24327 additional Information to that Topic: doinikdak.com/news/27155 […]

Leave a Reply

Your email address will not be published.

x