ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
সাপাহারে ঘর পাচ্ছে আরও ৬০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার
নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ)

নওগাঁর সাপাহারে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ঘর পাচ্ছে আরও ৬০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন ও উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন  থাকবেনা”- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ “ক” শ্রেণির পরিবার পুনর্বাসন কার্যক্রমের (আশ্রয়ণ প্রকল্প-২য় পর্যায়) আগামী ২০ জুন, ২০২১ শুভ উদ্বোধন উপলক্ষে সাপাহার উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংএ জানানো হয়, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ দর্শনকে সামনে রেখে ১ম পর্যায়ে নওগাঁর উপজেলার ১২০ টি পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্তপূর্বক গৃহ প্রদান করা হয়েছে এবং ২য় পর্যায়ে আরও ৬০ টি পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্তপূর্বক গৃহ প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধনের মাধ্যমে আগামী ২০ জুন দ্বিতীয় ধাপে সারাদেশে একযোগে ৫৩,৩৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের উপহার হিসাবে এ ঘর পাচ্ছেন।

2 responses to “সাপাহারে ঘর পাচ্ছে আরও ৬০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার”

  1. … [Trackback]

    […] Read More here to that Topic: doinikdak.com/news/26901 […]

  2. dumps shop says:

    … [Trackback]

    […] Read More here on that Topic: doinikdak.com/news/26901 […]

Leave a Reply

Your email address will not be published.

x