মাদারীপুরে কালকিনিতে ইসলামিক বক্তা ও স্কলার আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নিখোঁজ এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কালকিনি সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
বৃহঃস্পতিবার (১৭ জুন) কালকিনি উপজেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। কালকিনির ইসলামি যুব সমাজের আয়োজনে এ মানববন্ধনে বিভিন্ন স্বেচচ্ছাসেবী ও ইসলামিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের জনগন অংশ নেয়। এসময় বক্তরা অবিলম্বে ইসলামিক স্কলার আবু ত্ব-হা মোহাম্মদ আদনান সহ তার সঙ্গীদের সন্ধান চান।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (১০ জুন) থেকে ইসলামিক বক্তা ও স্কলার আবু ত্ব-হা মুহাম্মদ আদনান এবং তার সঙ্গে আরও তিন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।