বরগুনার পাথরঘাটা পারিবারিক কলহের জেরে দেড় বছর বয়সী হাফিজুর রহমান নামের এক শিশুর মুখে বিষ দিয়েছে মা হাওয়া বেগম। নিজেও আত্মহত্যা চেষ্টা করেছেন । এ ঘটনায় মা হাওয়া বেগম সুস্থ থাকলে ও দেড় বছরের শিশু হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। শিশু হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে । বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে ।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৭ নং শিংড়াবুনিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে । হাফিজুর রহমান বাবার নাম মাসুম বিল্লাহ ঢাকায় চাকরি করেন ।
হাফিজুর রহমানের নানা হারুন হাজী জানান, দুপুরে তার মেয়ের সাথে জামাই মাসুমের মােবাইলে কথা কাটাকাটি হয় । একপর্যায়ে অভিমানে নিজে কিটনাশক খেয়ে পরে তার ছেলেকে কিটনাশক খাওয়ায় ।
বিষয়টি টের পেয়ে সাথে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে পয়ঃনিষ্কাশনে হাওয়া বেগম সুস্থ হলেও হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশালে রেফার করে ।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান , শিশুটির পয়ঃনিষ্কাশনের কোন ব্যবস্থা করতে না পারায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে।