ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০১:২১ অপরাহ্ন
নড়িয়ায় দূর্যোগ বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে দিনব্যাপী দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নড়িয়া উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় পরবর্তীতে আসন্ন বর্ষা মৌসুম ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে দুর্যোগ মোকাবেলা সহ দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার উপর বিভিন্ন সচেতনতা মূলক স্থায়ী আদেশাবলী নিয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন, নড়িয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা তানভীর আল-নাসীফ, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল আল-মুনছুর, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হাসান মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, উপজেলা সহকারি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল অভি, বিঝারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

x