সূচকের উত্থান অব্যাহত আছে দেশের শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস বেলা সাড়ে ১১টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩০ পয়েন্ট, অবস্থান করছে ৬ হাজার ৮২ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯১ পয়েন্ট।
ডিএসইতে আজ প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৬৪৩ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭২ টির, কমেছে ১৪৪ টির, অপরিবর্তিত আছে ৫৪ টির দর।
ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ওরিয়ন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, ন্যাশনাল পলিমার, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, প্যারামাউন্ট, সন্ধানী ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ও বিবিএস কেবলস।
গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ২৯ পয়েন্ট। লেনদেন হয় ২ হাজার ১০৯ কোটি টাকার।
অপর দিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির, কমেছে ৮০ টির, দর অপরিবর্তিত আছে ৪৪ টির। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৯ লাখ টাকার।