গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতরে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় গোলাপগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করা, প্রকাশ্যে ধুমপানসহ ভোক্তা অধিকার আইনে ৯টি মামলায় ৯হাজার ৭৫০টাকার জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবীর।
এব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবীর বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য ও প্রকাশ্যে ধুমপান করায় জরিমানা করা হয়েছে। এছাড়াও মূল্য তালিকা না থাকায় ও অনুমোদনহীন পন্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে তাদের জরিমানা করা হয়েছে।