গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৭৩) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ভাদেশ্বর মডেল সিনিয়র ফাযিল মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা পূর্বে উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও থানা পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবীর, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্জ্ব সফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।
এরআগে সোমবার সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার ভাদেশ্বর ইউপির দখারপাড়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।