ঢাকা, শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
গোলাপগঞ্জে লকডাউন বাস্তবায়নে মাঠে সক্রিয় প্রশাসন, জরিমানা
জাকারিয়া আবুল গোলাপগঞ্জ

করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে দেশব্যাপী সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে গোলাপগঞ্জে আজ বৃহস্পতিবার (১ জুলাই) তৎপর রয়েছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী।

গোলাপগঞ্জ পৌর এলাকা ও উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সকাল থেকেই চালানো হচ্ছে অভিযান। সরকার ঘোষিত লকডাউনের বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশ পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী।

এদিকে প্রথম দিনেই স্বাস্থবিধি না মানা ও বিভিন্ন অভিযোগে গোলাপগঞ্জ বাজারের আমার বাড়ি, বনরাজ, লাকি, মিতা রেস্টুরেন্টসহ একাধিক ব্যক্তিকে ২৩টি মামলায় ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাজারে মনিটরিংয়ের মাধ্যমে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ও বাংলাদেশ সেনাবাহীনির একটি টিম।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবীর বলেন, লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে সতর্ক করা হয়।

 

x