ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
গোপালগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের নির্মিত শেখ কামালের প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও শেখ রাসেল উচ্চ বিদ্যালয় ও জেলা যুব উন্নয়ন শেখ কামালের প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে জেলা যুব উন্নয়নের পক্ষ থেকে সেখানে আগত সাধারন মানুষের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও দরিদ্র মানুয়ের মাঝে খাবার বিতরণ করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। এছাড়া বিকালে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

x