ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
গোলাপগঞ্জ সড়ক দুর্ঘটনায় বড় ভাইয়ের পর ছোট ভাইয়ের মৃত্যু
জাকারিয়া আবুল গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৩দিন চিকিৎসাধীন থাকার পর ইমরান আহমদ (১৮) নামে সিএনজি (অটোরিকশা) চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টা ১০মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। নিহত ইমরান আহমদ উপজেলার ভাদেশ্বর নালিউরি গ্রামের মৃত মনচই মিয়ার ছেলে।
এরআগে, ভাদেশ্বর গামী একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের কানিশাইল এলাকার সয়াবিনের দোকানের সামনে আসা মাত্রা বিপরীত দিক থেকে আসা গেইট লক বাস (সিলেট -জ-১১-০৪২৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ৪জন ব্যক্তি গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১১টার দিকে সিএনজি (অটোরিকশা) চালক ইমরান আহমদের বড় ভাই রিমন আহমদ আম্ভর (১৯) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে আহত অপর ২জন আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো.হারুনুর রশীদ চৌধুরী।

One response to “গোলাপগঞ্জ সড়ক দুর্ঘটনায় বড় ভাইয়ের পর ছোট ভাইয়ের মৃত্যু”

  1. I read this piece of writing fully on the topic of the difference of newest and earlier technologies, it’s remarkable article.

Leave a Reply

Your email address will not be published.

x