শরীয়তপুরের নড়িয়ায় নকল সোনার কয়েন বিক্রির নামে প্রতারণা করার সময় সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। আটকৃতরা হলেন নজরুল তালুকদার ও লিটন সিকদার। তাদের কাছ থেকে ২ আনা স্বর্ণের একটি কয়েনসহ ৩০০ পিচ তামার কয়েন জব্দ করা হয়েছে।
জানা যায়, রবিবার বেলা ১টার দিকে নড়িয়া ব্রীজের উত্তর পাশে প্রতারকরা জাজিরা উপজেলা বিলাশপুরের দেওয়ান বাড়ি জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেনের সাথে প্রতারণা করে নকল সোনা বিক্রি করার সময় তারা গ্রেফতার হয়। আনোয়ার হোসেনকে স্বর্ণ দেখানোর জন্য জাজিরা থেকে নড়িয়া ব্রীজের নিচে নিয়ে যায়। ইমাম আনোয়ার হোসেন নকল সোনা দেখে চিনতে পেরে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাদেরকে আটক করে নড়িয়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করেন
প্রতারক চক্রের সদস্য নজরুল তালুকদার গোপালগঞ্জ জেলার মোখছেদপুর থানার ভাওন ডাঙ্গা গ্রামের মৃত ইব্রাহিম তালুকদারের ছেলে ও লিটন সিকদার একই উপজেলার বড়ইহাট গ্রামের মৃত বারু সিকদারের ছেলে বলে জানাগেছে।