কিশোরগঞ্জের কুলিয়ারচর থানাধীন চাঞ্চল্যকর এক কিশোরীকে ধর্ষণ মামলার আসামী সাইফুলকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সদস্যরা। আজ সোমবার বিকেল সাড়ে তিনটার সময় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন আমুদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। সাইফুল কুলিয়ারচর থানাধিন নাপিতেরচর গ্রামের শহিদ মিয়ার ছেলে।
র্যাব সুত্র জানায়, গত ১২ জুন শনিবার সকাল আট ঘটিকার সময় প্রাইভেট পড়া শেষ করে পায়ে হেটে বাড়ি ফিরছিল। সকাল আনুমানিক সাড়ে দশ ঘটিকার সময় চরপাড়া এলাকায় রাস্তা হতে ওই ছাত্রীর মূখ চেপে রাস্তার পাশের জংলায় নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই র্যাবের গোয়েন্দা সদস্যরা ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামী সাইফুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী র্যাবের জিঞ্জাসাবাদে ঘটনায় জড়িত বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে কুলিয়ারচর থানায় হস্থান্তর প্রক্রিয়াধীন। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার মাধ্যমে কোন নারী,শিশু ধর্ষণ ও নির্যাতনের স্বীকার না হয় সে প্রেক্ষিতে র্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।