ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮
এম,এ রাজ্জাক নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ও সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে মামলার এজাহারভুক্ত আসামি ৩ জন, ওয়ারেন্টভূক্ত ১জন ও ভ্রাম্যমান ৪ জন গ্রেফতারকৃতরা হলেন।

উপজেলার শ্রীরামপুরের মৃত মন্টু ছেলে বিশুু (২৪), কাঞ্চন (মিরপুর)এর  হাসিফুর হোসেনের ছেলে আরিফুল ইসলাম(২৪), কুস্মবা ঠনঠনিয়া পাড়ার মৃত লাহার অালি মন্ডলের ছেলে লালচান হোসেন (২৪), কুসম্বা শিলালপাড়ার অাজিমউদ্দীনের  স্ত্রী রুবি বেগম (২৬), কোচড়া গ্রামের মৃত বছরত মোল্ল্যার ছেলে সিদ্দিক হোসেন (৪০), ঠাকুর মান্দা কশবা গ্রামের শ্রী রবীন্দ্রনাথের ছেলে শ্রী পুলক (৩৫),সাহাপুর ভাংগী পাড়ার সরকার অালির ছেলে হেলাল(৩৮) ও মেরুল্যা গ্রামের ওসমান প্রারামানিকের ছেলে ইসরাফিল (৩০)।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, রবিবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

x