ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
বাউফলে অটোগাড়ির ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু
রিয়াজ মাহমুদ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে অটোগাড়ির ধাক্কায় মোসা. মোমেলা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ১১ টার দিকে বাউফল -দশমিনা সড়কের আয়শার হাট নামক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোমেলা বেগম কালাইয়া ইউনিয়নের কর্পুরকাঠী গ্রামের মোঃ আবুল কালামের স্ত্রী।

জানা গেছে, আজ  (সোমবার) সকালে চালের গুড়া করার জন্য মোমেলা বেগম  তাঁর  নাতনি মোসা. সাথী আক্তারকে নিয়ে আয়শার হাট যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি ফ্লেক্সিলোডের দোকানের সামনে দাড়ায় তাঁরা দুজনে। এ সময়ে পিছন দিক দিয়ে আসা একটি অটোগাড়ি মোমেলা বেগমকে ধাক্কা দিলে সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

x