ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
সাপাহারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কে দাফন
নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ)

নওগাঁর সাপাহারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রাজ্জাক কে দাফন করা হয়েছে।

রোববার বিকেলে সাড়ে ৪ টার দিকে বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

সোমবার বেলা ১১ টায় উপজেলার গাঞ্জাকুড়ি স্কুল মাঠে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রাজ্জাক কে গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উক্ত জানাযা নামাযে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী সহ বীর মুক্তিযোদ্ধাগন, এলাকার বিভিন্ন পর্যায়ের মুসল্লী উপস্থিত ছিলেন

x