করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে সংক্রমণ কমে ৭০ হাজারে নেমে এসেছে। তবে ফের দৈনিক মৃত্যু ৪ হাজারের কাছে গিয়ে ঠেকেছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন।
এই সংখ্যা গত ৭২ দিনের মধ্যে সবচেয়ে কম। গত ১ এপ্রিলের পর ফের এতটা কম দৈনিক সংক্রমণ দেখল ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে মোট সংক্রমণ ২ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০ জনে দাঁড়িয়েছে।
সংক্রমণ কমলেও ভারতে কমছে না দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জন।
ভারতে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই ৫ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৯ লাখ ৭৩ হাজার ১৫৮ জন।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ লাখ ৯৯ হাজার ৭৭১ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২৫ কোটি ৪৮ লাখ ৪৯ হাজার ৩০১ ডোজ টিকা দেওয়া হয়েছে।