ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
জাজিরায় ২ হাজার ৭৩২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
শরীয়তপুর থেকে মোঃ রুহুল আমিন

শরীয়তপুরের জাজিরা থানার পুলিশ মো. মোস্তফা হাওলাদার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

এ সময় তার কাছে ২ হাজার ৭৩২ পিচ ইয়াবা ট্যাবলেট পেয়েছে পুলিশ। ১২ জুন শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সেনেরচর দক্ষিনকান্দি গ্রাম থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

জাজিরা থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান বলেন, সেনেরচর দক্ষিনকান্দি গ্রামের বাসিন্দা মো. মোস্তাফা হাওলাদার তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরো মাদক মামলা রয়েছে। সে সবসময় পুলিশের নজরদারিতে থাকে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তার বাড়ি ও বাড়ির কাছের মুদিখানা দোকানে অভিযান চালানো হয়। সকাল ১০টার দিকে মুদিখানা দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গুনে দেখা যায় ২ হাজার ৭৩২পিচ ইয়াবা। পরে তাকে থানায় আনা হয়।

x