ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
মান্দায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে পুড়ে গেছে পাঁচটি বসতবাড়ি
গোলাম রাব্বানী, মান্দা, নওগাঁ

নওগাঁ জেলার মান্দা উপজেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরন হয়ে পুড়ে গেছে ৫টি বসতবাড়ি। বুধবার (৯জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনায় ৫টি বাড়ি মিলে ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বারিল্যা গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা এই ঘটনা সম্পর্কে জানান, বুধবার (৯জুন) বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করেই গ্রামের আনিসুর রহমানের বাড়ির রান্নাঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরন হয়। মুহুর্তে আগুন পুরো বাড়ি ছড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন লোকজন। পাশাপাশি মান্দা ফায়ার সার্ভিস স্টেশনেও সংবাদ দেন তারা।

আগুনে গ্রামের বিপ্লব হোসেন, আনিসুর রহমান, জেহের আলী, বিদ্যুৎ হোসেন, ও মকবুল হোসেনের বাড়ি পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আনিসুর রহমান জানান, আগুনে তার চারটি শয়নঘর, একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর পুড়ে গেছে। দেড় লাখ টাকা, ধান, চাল, আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়েছে সমুদয় মালামাল।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আবুল কাসেম দেওয়ান জানান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলেও জানান তিনি।

এদিকে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা। এসময় ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের মাঝে ১০ হাজার টাকাসহ শাড়ি ও লুঙি প্রদান করেন

2 responses to “মান্দায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে পুড়ে গেছে পাঁচটি বসতবাড়ি”

  1. … [Trackback]

    […] There you can find 90119 additional Info to that Topic: doinikdak.com/news/23881 […]

  2. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/23881 […]

Leave a Reply

Your email address will not be published.

x