ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সিলেটের নয়া দামান গানে নেচে ভাইরাল পশ্চিমবঙ্গের নার্স, ভিডিও ভাইরাল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এবার পশ্চিমবঙ্গেও আলোড়ন তুলেছে সিলেটি ভাষার ‘নয়া দামান’ গানটি। এবার সেখানকার আসানসোল জেলা হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডের একজন নার্স এই গানে নেচে সামাজিক যোগাযোমাধ্যমে ঝড় তুলেছেন। ভিডিও 

ভিডিওতে দেখা গেছে, বহুল প্রচারিত সিলেটি লোকগান ‘নয়া দামান’-এ নাচছেন পিপিই পরিহিতা একজন নার্স। বেশ জমে উঠেছে সেই নাচ। ভিডিও 

ভারতীয় গণমাধ্যম ইটিভি ভারত জানায়, এই স্বাস্থ্যকর্মীর নাম ইন্দ্রানী দত্ত। তিনি আসানসোল জেলা হাসপাতালের নার্স। কোভিড ওয়ার্ডে ডিউটি করার সময়ই তিনি পিপিই পরে এই নাচটি করেছিলেন।

নার্স ইন্দ্রানী দত্ত জানিয়েছেন, কোভিড রোগীদের আনন্দ দিতে এবং এই দমবন্ধ পরিবেশ থেকে নিজেরাও একটু আনন্দ পেতে এই নাচ। ভিডিও 

কোভিড লড়াইয়ে চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মীরাই প্রথম সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন। অনেকেই কোভিড আক্রান্ত হয়েছেন, সহকর্মীদের হারিয়েছেন অনেকে। তবু ভয় না পেয়ে আবার যুদ্ধে ফিরে এসেছেন তাঁরা। নেচে-গেয়ে এভাবেই যুদ্ধক্ষেত্রে আনন্দ খুঁজে নিয়েছেন তাঁরা। এর আগে এই ‘নয়া দামান’ গানের সংগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসকের নাচ ভাইরাল হয়। অসংখ্য মানুষের ভালোবাসা ও শুভকামনা পেয়েছেন তাঁরা। ভিডিও 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *