ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
চাকুরীদাতা তৈরীর জন্য কাজ করছে সরকার, জেলা প্রশাসক পারভেজ হাসান
শরীয়তপুর প্রতিনিধি

দক্ষ যুবক গড়ছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানের মধ্যদিয়ে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গরীবেরচর মাধ্যমিক বিদ্যালয়ে গোসাইরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সাত দিন মেয়াদী মাশরুম চাষ, গরু মোটাতাজাকরণ পারিবারিক হাঁস মুরগি পালন ও মৎস্য চাষ বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করা হয়েছে।

৭ জুন সোমবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম হোসিয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে দেশের যুব সমাজকে প্রশিক্ষিত করে জাতীয় উন্নয়ন কাজে লাগানোর জন্য যুব সমাজকে প্রশিক্ষন প্রদান করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। মাননীয় প্রধানমন্ত্রী চান দেশের যুবকরা চাকুরীর পিছনে না ছুটে। তারা নিজেরা প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হয়ে অন্যদের চাকুরী প্রদান করবে। সেই লক্ষ নিয়ে কাজ করছে সরকার।

x