ঢাকা, বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
মঙ্গলবার শেষের চমকে শেয়ারবাজারে সূচকের বড় উত্থান
অনলাইন ডেস্ক

সপ্তাহের তৃতীয় কর্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিলেও, শেষ ঘণ্টার লেনদেনে মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। এর মাধ্যমে দুই কার্যদিবন নিম্নমুখী থাকার পর ঊর্ধ্বমুখী ধারায় ফিরল শেয়ারবাজার।

বিশ্লেষকরা বলছেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের আগে শেয়ারবাজার টানা ঊর্ধ্বমুখী ছিল। তবে প্রস্তাবিত বাজেটের পর বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়। এটা ছিল স্বাভাবিক। এখন মূল্য সংশোধনের পর বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে।

তারা বলছেন, ২০১০ সালের ধসের পর বাজার এখন সব থেকে ভালো অবস্থায় রয়েছে। তবে বাজার টানা ঊর্ধ্বমুখী থাকবে এটা ভালো না। আবার টানা দরপতন হবে তাও কাম্য না। উত্থান-পতনের মাধ্যমে বাজার এগিয়ে যাবে এটাই ভালো বাজারের লক্ষণ।

তারা আরও বলছেন, সব থেকে বড় বিষয় লেনদেনের গতিপ্রকৃতি। হঠাৎ যদি লেনদেন বড় অঙ্কে কমে যায়, তা বাজারের জন্য ভালো না। দুদিন বাজার নিম্নমুখী থাকলেও লেনদেন হয়েছে দুই হাজার কোটি টাকার ওপরে। লেনদেনের গতি কমেনি। এটা বাজারের জন্য ভালো লক্ষণ।

x