ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
আমতলীতে পিকআপ ভ্যানের চাপায় ড্রাইভারের সহযোগী নিহত
আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী- পটুয়াখালী আ লিক মহাসড়কের মহিষকাটা নামক স্থানে যান্ত্রিক ত্রæটির কারনে মাছ ভর্তি একটি পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই জাকির হোসেন (৩২) নামে চালকের এক সহযোগী নিহত হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, আজ (রবিবার) ভোর ৬টার দিকে পার্শ্ববর্তী কলাপাড়ার রাকিবের মাছের আড়ৎ থেকে ড্রাম ভর্তি তেলাপিয়া ও পাঙ্গাশ মাছ বোঝাই করে (ঢাকা মেট্রো- ম- ১৬৬২৭৫) একটি পিকআপ ভ্যান পটুয়াখালী বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে আমতলী- পটুয়াখালী আ লিক মহাসড়কের মহিষকাটা নামক স্থানে পৌছলে যান্ত্রিক ত্রæটির কারনে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় পিকআপ ভ্যান চালকের সহযোগী জাকির হোসেন গাড়ী থেকে ছিটকে সড়কে পড়ে গাড়ীর চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার বলেন, যান্ত্রিক ত্রুটির কারনে মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে জাকির হোসেন নামে একজন চালকের সহযোগী নিহত হয়েছে। পরিবারের আপত্তির কারনে লাশের ময়না তদন্ত ছাড়া তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

x