শরীয়তপুরের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও শিক্ষায় ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে।
রোববার (০৬ জুন) সকাল ১০টায় শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
মানববন্ধনে চারদফা দাবিতে বক্তারা বলেন, প্রায় দেড় বছর যাবত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার ছাত্র সমাজের সাথে হাস্যরস করে যাচ্ছে অনলাইন ক্লাসের নাম করে। ইন্টারনেট ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে ৬০-৭০ শতাংশ শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি। সরকার সব কিছু খুলে দিলেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে ষড়যন্ত্রমূলক অসৎ উদ্দেশ্যে।
আমরা আগামি ১৩ জুনের মধ্যে সকল শিক্ষার্থীর ভ্যাকসিন নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার রোডম্যাপ চাই। অন্যথায় শিক্ষামন্ত্রীকে উচিৎ জবাব দিয়ে আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করব। বক্তারা এসময় প্রাইভেট শিক্ষায় ১৫ শতাংশ ভ্যাট আরোপের তুমুল সমালোচনা করেছেন।
Leave a Reply