ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
মেহেরপুরে উপজেলা অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের উদ্বোধন
জাহিদ মাহমুদ, মেহেরপুর

মেহেরপুরের মুজিবনগরে উপজেলা পর্যায়ে ৭ দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক সেলাই প্রশিক্ষন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২ টার সময় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এর পাশে জেলা পরিষদ সদস্য শাহিন উদ্দীন শাহিন এর বাড়িতে গ্রামীন অসহায় মহিলাদের সাবলম্বী করতে বাড়িতে বসে বিভিন্ন পোশাক তৈরি করার জন্য সেলাই প্রশিক্ষণ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ড, জেলা তথ্য অফিসার আতিয়ার রহমান জেলা পরিষদ সদস্য শাহিন উদ্দীন শাহিন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রাকিব উদ্দীন, রেজাউল করিম ও তারিকুল ইসলাম। পোশাক তৈরি শেখার জন্য ৭ দিন ব্যাপি সেলাই প্রশিক্ষণে উপজেলার প্রায় ২৫ জন মহিলা অংশগ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published.