ঢাকা, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
মেহেরপুরে বিদুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
জাহিদ মাহমুদ, মেহেরপুর

মেহেরপুরের মুজিবনগরে ছাদের উপর থেকে এসএস স্টিলের পাইপ নামানোর সময় অসাবধানতা বসত বিদ্যুৎ লাইনের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিরাজুল ইসলাম(২২) নামের এক এসএস স্টিল মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ  বাজারে ঝর্না স্যানিটারির ছাদের উপর এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

মিরাজুল ইসলাম উপজেলার ভবানীপুর গ্রামের ইউনুস মন্ডলের ছেলে।

জানা গেছে, একটি বাসা বাড়িতে সিড়ির কাজ করানোর জন্য ঝর্না স্যানিটারির ছাদের উপর থেকে এসএস স্টিল পাইপ নিচে নামাতে যায়। পাইপ নামাতে গিয়ে ছাদের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ এর মেইন লাইনের সাথে অসাবধানতা বসত পাইপ লেগে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাইপ ধরে থাকা তার ডান হাত পুড়ে যায়।

সংবাদ পেয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিক তদন্ত করে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে এমন প্রমান পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.