পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বিরাজলা গ্রামে কিশোর-কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ৭ ঘটিকার সময় লাশ দুটি উদ্ধার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নং দক্ষিণ বিরাজলা গ্রামের মজিবর হাওলাদার এর ছেলে সোহেলের (১৯) এর সঙ্গে একই গ্রামের মোঃ হাবিব হাওলাদার এর মেয়ে নাসরিন(১৩) এর প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার দিবাগত রাতে তারা একই রশিতে ফাঁস দিয়ে মারা যায়। তাদের ভিতর প্রেমের সম্পর্ক ছিল এতদিন পরিবারের কেউ বিষয়টা জানতো না। কিন্তু প্রেমের বিষয়ে জানাজানি হলে পরিবারের কেউ মেনে না নেওয়ায় বাড়ির পাশে বাগানে গাছের ডালে একই রশির দ্বারা গলায় ফাঁস দিয়ে প্রেম যুগলরা আত্মহত্যা করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান: প্রেমযুগলের লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেম যুগল নাসরিন অষ্টম শ্রেণীর ছাত্রী আর সেলিম এসএসসি পাস করেছে। আর প্রেমের সম্পর্ক ধরেই এ ঘটনা ঘটেছে।
Leave a Reply