ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
মেহেরপুরের গাংনীতে প্রাণী সম্পদ প্রদর্শনী
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদ

মেহেরপুরের গাংনীতে প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২১ইং অনুষ্ঠিত হয়েছে।

গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর প্রদর্শনীর আয়ােজন করে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগলসহ অন্যান্য পশু নিয়ে স্টলের মাধ্যমে প্রদর্শনী করা হয়।

শনিবার একদিনের এ প্রদর্শনীর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর-ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন আহমেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মােস্তফা জামান।

Leave a Reply

Your email address will not be published.