নারায়ণগঞ্জ-১ নিজ নির্বাচনী এলাকা রূপগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
শনিবার ( ৫ জুন) সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল মুখে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এসময় গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, সকল অভিভাবদের শিশুদের টিকার প্রতি সচেতন থাকতে হবে। কোনো শিশু যেনো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল বা টিকা থেকে বাদ না যায়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার টিকা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এসময় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে , ৬ থেকে ১২ মাস বয়সের শিশুদের নীল রঙ ও এক থেকে পাঁচ বছর বয়সের শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।
Leave a Reply