ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের আনন্দ মিছিল
জাহিদ মাহমুদ, মেহেরপুর

শিক্ষা বান্ধব ও উন্নয়ন মুখি বাজেট ঘােষণা করার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা শহরে আনন্দ  মিছিল ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে গাংনী উপজেলা ও গাংনী পৌর ছাত্রলীগ আনন্দ মিছিল ও আলােচনা সভার আয়ােজন করে। মিছিলে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল,জেলা প্রজন্ম লীগের সভাপতি ইউসুফ আলী,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিব ইকবাল অনিক ও গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা।

গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার রেজাউল চত্বরে সংক্ষিপ্ত আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রজন্ম লীগের সভাপতি ইউসুফ আলী,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিব ইকবাল অনিক ও গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা। এসময় বক্তব্য রাখেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

x