ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
ফুফাতো বোনের বিয়েতে যাওয়ার আগেই ট্রলিতে কেড়ে নিল শিশুর প্রাণ
Reporter Name

পটুয়াখালীতে মটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে স্বর্না মন্ডল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ২রা জুন সকাল ১০ ঘটিকার সময় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মৃত স্বর্না গলাচিপার উলানিয়া এলাকার কার্তিক মন্ডলের মেয়ে।

দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই শিশুর মা,বাবা ও মোটর সাইকেল চালক শিমুল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেবাচিমে প্রেরণ করেছেন।

জানা যায়, সকালে হরিদেবপুর থেকে ভাড়া করা মটরসাইকেল যোগে বাকেরগঞ্জে ফুফাতো বোনের বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় স্বর্না, তার মা ও বাবা।

এসময় পক্ষিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বর্নার মৃত্যু হয়।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রলি জব্দ করা হয়েছে। কিন্তু চালক পলাতক রয়েছে।

x