মাদারীপুরের কালকিনিতে দ্রুতগতিতে চালানো একটি মোটরসাইকেল চাঁপায় মোঃ কাশেম চৌকিদার(৬৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে।
আজ বুধবার (২ জুন) দুপুরে উপজেলার চৌকিদার বাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের আমির হোসেনের ছেলে।
হাসপাতাল ও পুলিশ সুত্রে জানাগেছে, বৃদ্ধ কাশেম চৌকিদার ব্যক্তিগত কাজে তার বাড়ি থেকে রাস্তা দিয়ে পায়ে হেঁটে কালকিনি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তাকে চাঁপা দেয়। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কালকিনি থানার (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, দ্রুতগতির ঐ মোটরসাইকেল চালক ও দুই আরোহীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান ।