ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
মেহেরপুরের গাংনীতে বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার-২
জাহিদ মাহমুদ

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটিতে আওয়ামী লীগের দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ মামলায় মহিদুল ইসলাম(২২) ও মুকুল হোসেন(৪০) নামের ০২ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার(১মে) দিবাগত রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করে। গ্রেফতারকৃত মহিদুল ইসলাম উপজেলার সাহারবাটি গ্রামের রেজাউল ইসলামের ছেলে ও একই এলাকার নেক মোহাম্মদের ছেলে মুকুল হোসেন।

গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান, মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা বাজার এর উপরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালীন সময়ে ৫ টি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৪ এপ্রিল দু’পক্ষের পাল্টাপাল্টি মামলা করে।এতে ৫৭ জনকে আসামি করে দু’পক্ষ গাংনী থানায় মামলা করে। পরে এক পক্ষের বেশ কয়েকজন আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে

x