ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নওগাঁয় ঘোষণা হলো সপ্তাহব্যাপী বিশেষ লকডাউন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁয় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুধবার (২ জুন) দুপুরে জেলা প্রশাসক হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (৩ জুন) দিনগত রাত ১২টা ১মিনিট থেকে এ বিশেষ লকডাউন কার্যকর হবে। চলবে আগামী ৯ জুন রাত ১২টা পর্যন্ত।

জেলা প্রশাসক আরও বলেন, গত রোববার (৩০ মে) জেলায় করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রীপরিষদ বিভাগের এক স্মারকে এ নির্দেশনা দেয়া হয়। সেই নির্দেশনা মোতাবেক গত মঙ্গলবার (১ জুন) জেলার করোনা পরিস্থিতি মোকাবেলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্তক্রমে করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে ১৫টি নির্দেশনা গ্রহণ করা হয়।

তিনি বলেন, জেলার নিয়ামতপুর উপজেলার পাশে চাঁপাইনবাবগঞ্জ জেলা। সীমান্তবর্তী জেলা হওয়ায় সেখানে করোনা সংক্রমণের হার বেড়েছে। এ কারণে নিয়ামতপুর উপজেলায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এছাড়া জেলা শহরের সঙ্গে বাকি ১০ উপজেলায় যোগাযোগ থাকায় নওগাঁ পৌরসভাতেও সংক্রমণ বেড়েছে। এ কারণে জেলা শহরসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লাপর বাস চলাচল বন্ধ করা হয়েছে।

এসময় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

10 responses to “নওগাঁয় ঘোষণা হলো সপ্তাহব্যাপী বিশেষ লকডাউন”

  1. Great writing style; it’s easy to follow and engaging.

  2. Wow, that’s what I was searching for, what a stuff!
    present here at this web site, thanks admin of this website.

  3. 방문 인사드립니다!
    읽는 내내 정말 공감됐어요.
    최근에 이 분야를 보고 있어서 자극이 됐어요.

    주제의 전달 방식이 자연스럽게 느껴졌습니다.

    개인적으로 핵심 포인트가 좋았어요.
    다음에도 꾸준히 활동해주세요.
    건강하세요
    https://lovealba.co.kr/
    유흥주점 알바
    보도알바

  4. مولتی ویتامین رول وان اقایان، با بیش از ۵۰ ماده فعال، شامل ۲۴ ویتامین و ماده معدنی ضروری، آمینو اسیدها، آنزیم‌های گوارشی، و عصاره‌های گیاهی، یک سر و گردن از مولتی ویتامین‌های بازاری بالاتر است.

  5. I have fun with, lead too I found jjust what I used to be looking
    for. You have ended my 4 day lengthy hunt! God Bless you
    man. Have a great day. Bye

    Feel free to surf to my webpage – un curso de milagros

  6. کراتین رول وان 400 گرمی، یکی از معدود مکمل‌هایی است که توسط اکثر سازمان‌های معتبر ورزشی و پزشکی تأیید شده است.

  7. Dale Blume says:

    You broke it down in a simple way. This will stick with me for a long time. This will help me a lot going forward.

  8. پروتئین وی سینتا 6 بی اس ان، حاوی ۲۴ گرم پروتئین ترکیبی
    (وی کنسانتره، ایزوله، هیدرولیزه، کازئین و پروتئین
    شیر) است.

  9. وی ایزوله رول وان، از پروتئین آب پنیر ایزوله و هیدرولیز شده تهیه شده، یعنی خالص‌ترین شکلی از پروتئین که می‌توانید پیدا کنید.

  10. Paris sportifs avec 1xbet.cd : pre-match & live, statistiques, cash-out, builder de paris. Bonus d’inscription, programme fidelite, appli mobile. Depots via M-Pesa/Airtel Money. Informez-vous sur la reglementation. 18+, jouez avec moderation.

Leave a Reply to fic decidim barcelona Cancel reply

Your email address will not be published. Required fields are marked *