ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
মেহরেপুরে নার্সের অবহেলায় নবজাতকের মৃৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন
জাহিদ মাহমুদ

মেহেরপুর জেনারেল হাসপাতালের নার্স নাজমিন নাহার ও জান্নাতুল নাইমের আবহেলায় নবজাতকের মৃত্যুর বিচারের দাবিতে মানব বন্ধন করেছে মেহেরপুর পৌরসভার  ২নং ওয়ার্ড বাসি।

বুধবার সকাল ১১ টর দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মেহেরপুর জেনারেল হাসপাতালের প্রশাসসিক বিভাগ ঘেরাও করে তারা।

এ সময় মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ডা.মকলেছুর রহমান বলেন, মৃত শিশুর আভিভাবকদের আভিযোগ প্রদানের আগেই আমরা ৫ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছি। এ তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাবার সাথে সাথে আমরা আফিসিয়াল ব্যবস্থা গ্রহণ করবো।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাসান আলী, রাসেল, সৈকত, সৌরভ, ইসরাফিল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইতি মধ্যে ঘটনার তিন দিন পার হয়ে গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ  করছে না। আগামী ৭২ ঘন্টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ঐ দুই নার্সের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে  আমরা কঠোর আদোলনে যাবো।

উল্লেখ্য সোমবার বিকেল ৪ টার দিকে  মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এব নবজাতককে ভর্তি করে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে ভর্তি করলে নবজাতকটি আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। এসময় কর্তব্যরত নার্স  কাছে রুগীর স্বজনরা  বিষয়টি জানালে, তারা রুগীর স্বজনদের ধমক দিয়ে তাড়িয়ে দিয়ে মোবাইলে ইন্টারনেটে মগ্ন ছিলেন। এর পর ঐ নবজাতকের মৃত্যু হয়।

x