ঢাকা, রবিবার ০৫ মে ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৭
অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৩৭ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৬৪২ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৩ জন।

বুধবার (২ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৭৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৫৮টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২১টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ২২ জন, বিআইটিআইডি ল্যাবে ২৫ জন, চমেক ল্যাবে ৫২জন এবং সিভাসু ল্যাবে ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫৬টি নমুনা পরীক্ষা করে ৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে ৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫৭টি নমুনা পরীক্ষা করে ১১ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৩টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। এদিন পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৩৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৫১টি। আক্রান্তদের মধ্যে নগরে ৮৫ জন এবং উপজেলায় ৫২ জন।

One response to “গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৭”

  1. … [Trackback]

    […] There you can find 31838 additional Info on that Topic: doinikdak.com/news/21438 […]

Leave a Reply

Your email address will not be published.

x