ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
পটুয়াখালীতে মুক্তযিোদ্ধা, সাংবাদকি, শক্ষিক পরবিাররে সংবাদ সম্মলেন
রিয়াজ মাহমুদ, পটুয়াখালী

পটুয়াখালী শহররে সন্টোর পাড়া হন্দিু সম্প্রদায়রে বশে কয়কেটি বসতবাড়ি জোর-জবরদস্তি করে দখল এবং উৎখাতরে প্রতকিার চয়েে সংবাদ সম্মলেন অনুষ্ঠতি হয়ছে।

মঙ্গলবার সকালে পটুয়াখালী প্রসেক্লাবে ভুক্তভোগী পরবিাররে সদস্যরা সংবাদ সম্মলেনে লখিত বক্তব্য উপস্থাপন করনে। সংবাদ সম্মলেনে লখিত বক্তব্যে রমশে চন্দ্র কর অভযিোগ করনে, সন্টোর পাড়া এলাকায় বীর মুক্তযিোদ্ধা র্স্বগীয় খোকন চন্দ্র চ্যার্টাজী, সাংবাদকি মনোক কান্তি কর,শক্ষিকিা বানী দবেী, ও দরদ্রি অসহায় শ্যামল, কমল মুর্খাজী সহ বশে কয়কেটি হন্দিু পরবিার জমদিার আমল থকেে বসবাস করে আসছ। কন্তিু

সম্প্রতি স্থানীয় ধনাঢ্য ব্যবসায়ী শুভাশষি মূর্খাজী অবধৈ টাকা এবং পশেশিক্তি ব্যবহার করে হন্দিু পরবিার গুলো কে উৎখাত করতে চাচ্ছ। এ বষিয়ে মুক্তযিোদ্ধা পরবিাররে পক্ষ থকেে সদর থানায় অভযিোগ করা হয়ছে।ভুক্তভোগীরা আরও অভযিোগ করনে, শুভাশষি মূর্খাজী শহররে ভূমদিস্যু,জালয়িাত, হুন্ডি ব্যাবসার সাথে জড়তি।

সংবাদ সম্মলেনে পটুয়াখালী সদর উপজলো মুক্তযিোদ্ধা ইউনটিরে সাবকে ডপেুটি কমান্ডার বাদল ব্যার্নাজী, মুক্তযিোদ্ধা আমান তালুকদার সহ ভুক্তভোগী পরবিাররে সদস্যরা উপস্থতি ছলিনে। এ বষিয়ে জানতে চাইলে

অভযিুক্ত শুভাশষি মূর্খাজী মোবাইল ফোনে যোগাযোগ করলওে তাকে পাওয়া যায়ন।

x