ঢাকা, বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন
প্রতারণায় সানলাইফ ইন্স্যুরেন্স, স্বাস্থ্যমন্ত্রীর বোনের বিরুদ্ধে ওয়ারেন্ট
অনলাইন ডেস্ক

সানলাইফ ইন্স্যুরেন্সের শত শত গ্রাহকের বিমার টাকা পরিশোধ না করার দায়ে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। কোম্পানির চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রীর বোন এবং এমডির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে ৯টি মামলায়। কিন্তু সেটা তামিল হচ্ছে না দীর্ঘদিন।

মনিরুজ্জামান ডাবলু নামের এক ব্যক্তি সানলাইফ ইন্স্যুরেন্সের জীবন বিমা পলিসি করেন ১০ বছর মেয়াদী কিন্তু মেয়াদপূর্তির পর তিনি একটা টাকাও পাননি। কুষ্টিয়ায় প্রায় ৫ শ  বীমা দাবির একটি টাকারও পাননি গ্রাহকরা। এ ব্যাপারে বীমা গ্রহীতারা চাঁপ প্রয়োগ করলে বাড়িঘর ছাড়া সানলাইফের স্থানীয় কর্মকর্তারা।

সানলাইফ ইন্স্যুরেন্সের মালিক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তার স্ত্রী ও ছেলে। মালিকানা আছে স্বাস্থ্যমন্ত্রীর মা, বোন, ভগ্নীপতি ও ভাগ্নে র। গ্রাহক প্রতারণায় কোম্পানির চেয়ারম্যান ও স্বাস্থ্যমন্ত্রীর বোন অধ্যাপক রুবিনা হামিদসহ ৭ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন কুষ্টিয়ার আদালত।

ওয়ারেন্টভুক্ত আসামিদের অফিস ঢাকার বনানীতে। কুষ্টিয়া থেকে বনানী থানায় এলেও ৬ ওয়ারেন্টের কোনোটাই তামিল হয়নি রহস্যজনক কারণে। এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি বনানী থানা পুলিশ।

এছাড়াও সারা দেশে সানলাইফের কাছে ৩০ কোটি টাকার বেশি পাওনা গ্রাহকদের। কুষ্টিয়া ছাড়াও নড়াইল, চাঁপাইনবাবগঞ্জসহ আরও কয়েকটি জেলায় গ্রাহকরা মামলা করেছেন ইন্স্যুরেন্সটির বিরুদ্ধে। সেসব মামলার কয়েকটিতেও ওয়ারেন্ট জারি হয়।

Leave a Reply

Your email address will not be published.

x