আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে সোমবার সকালে পুকুরের পানিতে ডুবে ইয়াসিন ( ৩) নামে একটি শিশু মারা গেছে।
জানাগেছে, আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের মো. শাহজালালের শিশুপুত্র ইয়াসিন পরিবারের সকলের অজান্তে বাড়ীর পুকুরে পড়ে যায়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন পুকুরে খুঁজতে থাকে। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে শিশুটিকে অজ্ঞান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। পরে দ্রæত শিশু ইয়াসিনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. সাঈদি সোহাগ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।