ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন
পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ
রিয়াজ মাহমুদ, বাউফল প্রতিনিধি

প্রসব ব্যাথায় কাতর রোববার (৩০ মে) সন্ধ্যা রাত থেকেই। মানসিক রোগী বলে এগিয়ে আসছিলনা কেউ। কারো আবার ধারণা এগিয়ে আসলে প্রশ্ন উঠতে পারে সন্তানের দায়িত্ব নিয়ে। তাই সারারাত প্রসব ব্যাথায় কাতরিয়ে আজ সোমবার সকাল ৯টার দিকে কাঁচা বাজারের খোলা ঘরেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন এক মানসিক রোগী।

এ ঘটনা পটুয়াখালী বাউফলের কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের মাতবর বাজার এলাকায়। সন্তান প্রসবের পরে রেনুবালা নামে একজন সামান্য পরিস্কার পরিচ্ছনতার দায়িত্ব নিয়ে এগিয়ে এলেও কন্যা সন্তান সহ জরুরী চিকিৎসা সাহায্য দরকার দু’জনেরই। পটুয়াখালী পলিটেকনিক ইন্সিটিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র স্থানীয় মাহমুদুল হাসান জানান, চার-পাঁচমাস ধরে স্থানীয় লোকজন মানসিক রোগীটাকে দেখে আসছিল এলাকায়।

গতকাল রাতে সন্তান প্রসবের ব্যাথায় আকুতি মিনতি করলেও এগিয়ে আসছিলনা কেউ। রাতে প্রসব ব্যাথায় কাতরায়ে অবশেষে গভীর রাতে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় সে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এএসএম সায়েম জানান, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন আমাকে অবহিত করলে জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকা থেকে ওই মানুষিক রুগীটিকে নবজাতক সহ আজ সোমবার বেলা ১টার দিকে উদ্ধার করি। তাদের নিবির পর্যবেক্ষণে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মা ও নবজাতক সুস্থ রয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা সহ তার তদারকি করছেন। তবে ওই মানসিক রোগী কোন অঞ্চলের তার কোন তথ্য পাওয়া যায়নি।

3 responses to “পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ”

  1. … [Trackback]

    […] Here you will find 74311 more Information to that Topic: doinikdak.com/news/20805 […]

  2. Mobile Phone Monitoring App – hidden tracking app that secretly records location, SMS, call audio, WhatsApp, Facebook, Viber, camera, internet activity. Monitor everything that happens in mobile phone, and track phone anytime, anywhere. https://www.mycellspy.com/

  3. Mobile phone remote monitoring software can obtain real – Time data of the target mobile phone without being discovered, and it can help monitor the content of the conversation.

Leave a Reply

Your email address will not be published.

x